Fri. Oct 17th, 2025
Advertisements

খোলা বাজার২৪, বুধবার, ০৩ আগস্ট ২০১৬: সিরাজদিখানে পাগলাকুকুরের কামড়ে শিশুসহ ১৬ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল বুধবার ও মঙ্গলবার এ দু দিনে জেলার সিরাজদিখান উপজেলায় পাগলাকুকুরের কামড়ে আহত হয়ে হাসপাতালে ৮/১০ জন চিকিৎসা নিয়েছেন বলে চিকিৎসক জানিয়েছেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দিয়ে ঢাকার মহাখালি ও মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। জেলার উপজেলায় কোথাও ভ্যাকসিন নাই।

গতকাল স্থানীয় যুবকরা ১টি পাগলা কুকুর পিটিয়ে মেরেছে বলে জানা যায়। স্কুলের শিক্ষার্থীরা কুকুরের ভয়ে লাঠি হাতে স্কুলে যেতে দেখা গেছে। কুকুরের কামড়ে আহতরা হলো শুভ (১০), বিপু (২২), শাহাবুদ্দিন কাজী (৪৫), সাইদ (২১),শহিদুল (২৭)। বাকিদের মহাখালি হাসপাতালে নেওয়া হয়েছে।

এ ব্যপারে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. দুলাল হোসেন জানান, গতকাল রাতে হাসপাতালের জরুরী বিভাগে ৮/১০ জন চিকিৎসা নিয়েছে। কোন উপজেলা ভ্যাকসিন নাই। জেলা সদর হাসপাতালেও ভ্যাকসিন সংকট তাই মহাখালি হাসপাতালে পাঠানো হয়েছে।