Fri. Oct 17th, 2025
Advertisements

19kখোলা বাজার২৪, বুধবার, ০৩ আগস্ট ২০১৬: বাংলাদেশকে আগের মতোই সহযোগিতা দিয়ে যাওয়ার প্রতিশ্র“তি পুনর্ব্যক্ত করেছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে।তিনি বলেছেন, সন্ত্রাসে ভীত নই, বাংলাদেশের পাশে আছি আমরা।
গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলায় নিহত সাত জাপানির স্মরণে এক মাস পূর্তিতে দেশটিতে এক স্মরণ সভায় তিনি এ কথা বলেন।
জাপানি প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাসীদের ভয়ে আমাদের স্বাভাবিক কর্মকাণ্ড তো আর বন্ধ থাকতে পারে না। সন্ত্রাসীদের জবাব হবে আমাদের সচেতনতা আর কর্মকাণ্ডে।
বাংলাদেশকে বন্ধুপ্রতীম দেশ উল্লেখ করে শিনজো আবে বলেন, বাংলাদেশে আঘাত লাগা মানে পুরো এশিয়ায় আঘাত লাগা। আমরা এই উগ্রবাদীদের দাপটে মোটেই ভীত নই, বন্ধুত্বের হাত নিয়ে বাংলাদেশের পাশে সব সময় জাপান আছে, থাকবে।
জঙ্গি হামলার ঘটনাটিকে ‘ন্যক্কারজনক ও ঘৃণিত’ কাজ উল্লেখ করে আবে বলেন, আমি কখনোই চাইনি এই ধরনের খবর শুনতে। আজ যখন আমাদের এই সাহসী মানুষদের আত্মত্যাগে ফুল দিয়ে স্মরণ করছি, তখন অনায়াসে তাদের মুখগুলো আমার সামনে ভেসে উঠছে। এটি অমানবিক ও কাপুরুষদের কাজ।
স্মরণ সভায় নিহতদের পরিবারের সদস্য ছাড়াও জাপান সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্মরণসভায় জাপানের পররাষ্ট্রমন্ত্রী ফুমিও কিশিদা বলেন, জাপান সরকার প্রবাসে নাগরিকদের নিরাপত্তার জন্য বেশ কিছু নিরাপত্তামূলক পদক্ষেপ নিয়েছে।
তিনি বলেন, আমরা বাংলাদেশে জাইকার কর্মীদের জন্য ব্র“লেট প্রুফ গাড়ির ব্যবস্থা করছি।
বাংলাদেশের উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখার পাশাপাশি গোয়েন্দা তথ্য বিনিময়ের কথাও বলেন তিনি।
গত ১ জুলাই গুলশানের হলি আর্টিজান বেকারি রেস্তোরাঁয় জঙ্গি হামলায় ২০ জন নিহত হন। এর মধ্যে জাপানি নাগরিক ছিলেন সাতজন। তাদের মধ্যে ছয়জনই ঢাকায় মেট্রোরেল প্রকল্পে কাজ করছিলেন।
এর আগে গত বছর বাংলাদেশে এক জাপানি নিহত হওয়ার পর গুলশানের ঘটনায় জাপানে তীব্র ক্ষোভ দেখা দেয়। আবে নিজেও ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছিলেন।
প্রসঙ্গত, জাপান একক দেশ হিসেবে বাংলাদেশের উন্নয়নে বৃহত্তম অংশীদার।