Sat. Oct 18th, 2025
Advertisements

26খোলা বাজার২৪, বুধবার, ০৩ আগস্ট ২০১৬: :ঝিনাইদহের শৈলকুপায় শরিফুল ইসলাম আকাশ নামে এক ছাত্রকে পিটিয়ে আহত করেছে এক শিক্ষক। আকাশ উপজেলার পৌর এলাকার কবিরপুর গ্রামের আহম্মেদ এর ছেলে।

আকাশের পরিবার জানায়, কবিরপুর মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র আকাশ মঙ্গলবার স্কুলে যায়। এরপর দুপুরে ক্লাসরুমের ভিতরে দাড়িয়ে থাকতে দেখে শিক্ষক কুমারেশ চন্দ্র সাহা তাকে বসতে বলে।
এসময় আকাশ তার বন্ধুর কাছ থেকে একটি বই নেওয়ার জন্য দাড়িয়ে থাকতে দেখে শিক্ষক কুমারেশ তাকে মাথায়, মুখে ও কানে আঘাত করলে সে অসুস্থ্য হয়ে যায়।

এরপর মুহাম্মদ আলী নামে এক শিক্ষক আকাশকে স্কুল থেকে বের করে দেয় এবং বলে তোর মতো ছাত্র আমাদের প্রয়োজন নেই।
আকাশের পিতা আহম্মেদ জানান, আকাশ কানে ও মাথায় প্রচন্ড ব্যাথা পেয়েছে। সে কানে শুনতে পাচ্ছেনা। আকাশকে শৈলকুপা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এব্যাপারে অভিযুক্ত শিক্ষক কুমারেশ চন্দ্র সাহা ঘটনা অস্বীকার করেন।