Sun. Oct 26th, 2025
Advertisements

14খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ০৪ আগস্ট ২০১৬: জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, গণতান্ত্রিক রাজনীতি ও জাতীয় ঐক্যর প্রক্রিয়ার জন্য বেগম খালেদা জিয়া অনুপযুক্ত।

বুহস্পতিবার সকাল ১১টার দিকে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা অডিটোরিয়ামে স্থানীয়দের সাথে জঙ্গিবাদ বিরোধী মতবিনিময় ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, বেগম খালেদা জিয়া এবং বিএনপি যুদ্ধাপরাধী দল সশস্ত্র জামায়াতের সাথে জোটবদ্ধ ও সরাসরি ভয়ংকর খুনিদের সিন্ডিকেটের প্রধান।

এসময় তিনি বলেন, বেগম খালেদা জিয়া যেমন যুদ্ধাপরাধীদের বাঁচাতে পারেননি তেমনি স্ব-ঘোষিত জঙ্গী খুনীদের ও বাঁচাতে পারবেন না।

এ সময় কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, পুলিশ সুপার প্রলয় চিসিম, জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম স্বপন, জেলা জাসদ সভাপতি গোলাম মহসিন, জাতীয় নারী জোটের আহবায়ক আফরোজা হক রীনাসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।