Wed. Mar 12th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
খোলা বাজার২৪ শনিবার, ৬ আগস্ট ২০১৬: 10_137350_137351ফের শীর্ষ নিউজ ডটকম এর ওয়েবসাইট ব্লক করে দেওয়া হয়েছে। যদিও শীর্ষ নিউজকে এ বিষয়ে কিছুই জানানো হয়নি, শীর্ষ নিউজ কর্তৃপক্ষ বিভিন্ন মাধ্যম থেকে জেনেছেন, সরকার বিটিআরসিকে নির্দেশ দিয়েছে, এই সাইটটি বন্ধ করে দেয়ার জন্য। সেই অনুযায়ী বিটিআরসি (বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশন) ইন্টারনেট গেটওয়ে কোম্পানিগুলোকে বলেছে, সাইটটি ব্লক করে দেয়ার জন্য। যে কারণে বাংলাদেশে আজ ৪ আগস্ট বৃহস্পতিবার দুপুর থেকে শীর্ষ নিউজ ডটকমের পেইজ দেখা যাচ্ছে না।

উল্লেখ্য. শীর্ষ নিউজ ডটকম তার পথচলা শুরু করে ২০০৯ সালের ১৭ আগস্ট। ২০১১ সালের ২২ আগস্ট প্রথমবারের মতো শীর্ষ নিউজ ডটকম বন্ধ করে দেয়া হয়।

আজ ৪ আগস্ট ২০১৬ রোজ বৃহস্পতিবার ফের দ্বিতীয় দফায় ব্লক করা হল দেশের জনপ্রিয় এই অনলাইন নিউজ পোর্টালটি।

আজ দুপুর বেলা থেকেই রাজধানী ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় শীর্ষ নিউজের পাঠকরা আমাদের ওয়েব সাইটে প্রবেশ করতে পারেননি। শীর্ষ নিউজের প্রধান কার্যালয় থেকেও ওয়েব সাইটে প্রবেশ করা যায়নি। যদিও দু’একটি ক্ষেত্রে এখনো শীর্ষ নিউজ পেইজ দেখা যাচ্ছে, এর কারণ হলো, সবগুলো ইন্টারনেট গেইটওয়ে বন্ধ হয়নি।

এহেন পরিস্থিতিতে সরকারের পক্ষ থেকে গেইটওয়ে ব্লক তুলে না নেয়া পর্যন্ত শীর্ষ নিউজ ডটকমের কাজকর্ম চালু রাখা সম্ভব হচ্ছে না। শীর্ষ নিউজের অগণিত পাঠকের এ অসুবিধার জন্য আমরা দুঃখ ও সহানুভূতি প্রকাশ করছি।

শীর্ষ নিউজ কর্তৃপক্ষ মনে করেন, এটা সংবাদ মাধ্যমের উপর বড় ধরনের খড়গ হস্ত, মত প্রকাশের স্বাধীনতা রুদ্ধ করার অপপ্রয়াস। অবিলম্বে এ ধরনের অগণতান্ত্রিক কর্মকা- থেকে সরে আসার জন্য শীর্ষ নিউজ কর্তৃপক্ষ সরকারের প্রতি আহ্বান জানাচ্ছেন।