Fri. Sep 12th, 2025
Advertisements

natoreখোলা বাজার২৪, সোমবার, ৮ আগস্ট ২০১৬: নাটোরের গুরুদাসপুর-বড়াইগ্রাম আসনের সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক আব্দুল কুদ্দুসের বাড়ীর নৈশ প্রহরীর ওপর হামলা চালিয়েছে অন্যান্য প্রহরীরা। ব্যক্তিগত বিরোধের জের ধরেই এই হামলা চালায় বলে প্রাথমিক ভাবে নিশ্চিত করেছে পুলিশ। শনিবার গভীর রাতে গুরুদাসপুরের কাচারীপাড়ার তার নিজ বাড়ী ‘অপেক্ষা’য় এই হামলার ঘটনা ঘটে। এতে সেখানে দায়িত্বরত অবস্থায় হামলাকারীদের হামলায় রবিউল ইসলাম আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত রবিউল ইসলামকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে ভর্তি করে। এঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে মিলন নামে অপর এক নৈশ প্রহরীকে আটক করা হয়েছে। আহত রবিউল ইসলাম বড়াইগ্রাম উপজেলার চান্দাই গ্রামের আশরাফ আলীর ছেলে।
উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে চিকিৎসাধীন সিকিউরিটি গার্ড রবিউল ইসলাম জনান, শনিবার গভীর রাতে তিনজন মুখোশধারী বাড়ীর পিছন দিক দিয়ে ভেতরে প্রবেশ করে। সন্দেহ হওয়ায় বাড়ীর পিছনে যেতেই তাকে জাপটে ধরে মারপিট শুরু করে হামলাকারীরা। এসময় তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।
সংসদ সদস্য ও তার পরিবারের সদস্যরা বিদেশে অবস্থান করায় সংসদ সদস্যর ব্যক্তিগত সহকারী মোহম্মদ ইব্রাহীমের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, তিনিও ঢাকায় রয়েছেন। সকালে মোবাইল ফোনে সংবাদ পেয়ে তিনি গুরুদাসপুরের উদ্দেশ্যে রওনা হয়েছেন।
এ বিষয়ে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলীপ কুমার দাস জানান, প্রায় দেড় মাস পূর্বে রবিউল ইসলাম সংসদ সদস্যের বাড়ীর নৈশ প্রহরী হিসেবে কাজে যোগদান করেন। এনিয়ে অন্য প্রহরীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। গত কয়েকদিন ধরে সংসদ সদস্য দেশের বাহিরে থাকায় বাড়ীটি তালাব্ধ অবস্থায় রয়েছে। শনিবার রাতে রবিউল দায়িত্বপালনকালে বাকী প্রহরীরা তার ওপর হামলা চালিয়ে মারপিট করে ধারণা করা হচ্ছে। স্বানীয়দের সাথে কথা বলে ও বাড়ীর বাহিরে পরিদর্শন করে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে এটা কোন চুরি বা ডাকাতির ঘটনা নয়। তবে ঘটনাটিতে নাশকতার কোন বিষয় আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।