Sat. Sep 13th, 2025
Advertisements

17kখোলা বাজার২৪, সোমবার, ৮ আগস্ট ২০১৬: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় ৫০২ সদস্যের পূর্ণাঙ্গ নির্বাহী কমিটিতে ঠাকুরগাঁও জেলা বিএনপি’র সহ সভাপতি ও ঠাকুরগাঁও পৌর সভার মেয়র মির্জা ফয়াসল আমিন সদস্য নির্বাচিত হয়েছেন। গতকাল দুপুরে বিএনপির ঢাকা নয়াপল্টস্থ কেন্দ্রীয় কার্যালয়ের ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি নির্বাহী কমিটির সদস্য হওয়ায় ঠাকুরগাঁও জেলা বিএনপি, পৌর বিএনপি সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠন শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। স্থানীয় দলীয় অফিস সূত্রে জানা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কান্ডারি ও মহা সচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর ছোট ভাই মির্জা ফয়সাল আমিন নির্বাহী কমিটিতে পদ পাওয়ায় ঠাকুরগাঁও জেলা বিএনপি আন্তরিক ভাবে অভিনন্দন জানিয়েছেন, বিএনপির চেয়ারপার্সন ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে। সংবাদটি ঠাকুরগাঁওয়ে আসার পরই দলীয় কার্যালয়ে নেতা কর্মীরা ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান মির্জা ফয়সাল আমিনকে। সেই সঙ্গে একে অপরকে মিষ্টি মুখ করান বলে জানা যায়।