Sat. Sep 13th, 2025
Advertisements
resize70260
খোলা বাজার২৪, সোমবার, ৮ আগস্ট ২০১৬:  সাবেক নৌবাহিনী প্রধান রিয়ার এডমিরাল মাহবুব আলী খানের ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক মিলাদ ও দোয়া মাহফিল শনিবার বাদ আছর পুর্বলন্ডনের ব্রিকলেন জামে মসজিদে অনুষ্ঠিত হয়।
রিয়ার এডমিরাল মাহবুব আলী খান স্মৃতি সংসদ যুক্তরাজ্য শাখার উদ্যোগে অনুষ্ঠিত মিলাদ ও দোয়া মাহফিলে যোদ দেন মরহুমের জামাতা ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান।

স্মৃতি সংসদের সিনিয়র সহসভাপতি কামাল উদ্দিনের পরিচালনায় দোয়াপূর্ব মরহুমের জীবন ও কর্মের উপর সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও স্মৃতি সংসদের প্রধান উপদেষ্টা এম এ মালিক।

দোয়া মাহফিলে সিলেটের কৃতিসন্তান রিয়ার এডমিরাল মাহবুব আলী খানের রুহের মাগফেরাত  কামনা করে দোয়া করা হয় এবং মরহুমের পরিবারের সকল সদস্যের সুস্বাস্থ্য ও উত্তোরত্তোর সমৃদ্ধি কামনা করা হয়।

এছাড়া দোয়া মহফিলে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আরাফত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা করা হয়। সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের জন্য বিশেষ মুনাজাত করা হয়।

কমিউনিটির বিশিষ্ট মুরব্বীসহ মিলাদ ও দোয়া মাহফিলে  অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান ও ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম, সহ-প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক ব্যারিস্টার এম এ সালাম, যুক্তরাজ্য বিএনপির প্রধান উপদেষ্টা শায়েস্তা চৌধুরী কুদ্দুছ, সাধারন সম্পাদক কয়সর এম আহমদ, যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি আবুল কালাম আজাদ, কেন্দ্রীয় যুবদলের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুজিবুর রহমান মুজিব, যুক্তরাজ্য বিএনপির উপদেষ্টা তৈমছু আলী, সহসভাপতি মোঃ গোলাম রাব্বানি, প্রফেসর ফরিদ উদ্দিন, জাবি সাবেক ছাত্রদল সভাপতি  পারভেজ মল্লিক, যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সম্পাদক তাজ উদ্দিন, ব্যারিস্টার মওদুদ আহমেদ খান, শামসুর রহমান মাহতাব, কোষাধ্যক্ষ আব্দুস সাত্তার, স্মৃতি সংসদের যুগ্ম-সম্পাদক এমাদুর রহমান এমাদ, লন্ডন মহানগর বিএনপির আহ্বায়ক তাজুল ইসলাম, যুক্তরাজ্য বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক নাসিম আহমেদ চৌধুরী, সিনিয়র সদস্য আলহাজ্ব সাদিক মিয়া, দপ্তর সম্পাদক নাজমুল হাসান জাহিদ, যুব বিষয়ক  সম্পাদক  আব্দুল হামিদ খান হাভেন, ছাত্র বিষয়ক সম্পাদক  আবু নাছের শেখ, ইউকে বিএনপি সদস্য গোলজার আহমদ, আশরাফুল ইসলাম হীরা, যুবদলের সভাপতি রহিম উদ্দিন, সাধারণ সম্পাদক সোয়ালেহীন চৌধুরী, সেচ্ছাসেবক দলের সভাপতি নাসির আহমেদ শাহিন, সাধারন সম্পাদক আবুল হোসেন, জাসাস সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, সেন্ট্রাল লন্ডন বিএনপির সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ, বিএনপি নেতা তপু শেখ, ফয়ছল আহমেদ, খালেদ চৌধুরী, মাওলামা শামিম, আব্দুল কুদ্দুস, নাজ রুল ইসলাম মাসুক, রুমেল আহমেদ, যুবদল নেতা আক্তার আহমেদ শাহিন, আফজাল হোসেন, শাহজাহান হোসেন সেনাজ, বাবর চৌধুরী, নুরুল আলম রিপন, শেখ মন সুর রহমান জাসাস নেতা শওকতুল ইসলাম চৌধুরী, সেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম শিমু, জিয়াউল ইসলাম জিয়া, আকমল হোসেন, জুল আফরোজ, সাবেক ছাত্রনেতা আমিনুর রহমান, সাইফুল ইসলাম মিরাজ, শাকিল আহমেদ, মাহবুবুর রহমান প্রমুখ।