Sat. Sep 13th, 2025
Advertisements

rab-nbsখোলা বাজার২৪, মঙ্গলবার, ৯ আগস্ট ২০১৬: সারাদেশে নিখোঁজদের তালিকা আবার হালনাগাদ করে প্রকাশ করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এবারের তালিকায় ৭০ জনের নাম রয়েছে।
সোমবার মধ্যরাতে পুলিশের এই এলিট বাহিনীর নিজস্ব ফেসবুক পেজে হালনাগাদ তালিকা প্রকাশ করা হয়েছে।
গুলশানের হলি আর্টিসান বেকারি ও কিশোরগঞ্জের শোলাকিয়ায় হামলার ঘটনায় যেসব জঙ্গি অংশ নিয়েছিল, তাদের অনেকেই দীর্ঘদিন নিখোঁজ ছিল। এমন তথ্য আসার পরপরই র‍্যাবের পক্ষ থেকে সারা দেশে নিখোঁজদের তালিকা প্রকাশের উদ্যোগ নেওয়া হয়।
প্রথম দফায় গত ২০ জুলাই র‍্যাবের ফেসবুক পেজে ২৬১ জন নিখোঁজ ব্যক্তির তালিকা প্রকাশ করা হয়। এর পাঁচ দিন পর সংশোধন করে ৬৮ জনের নামের দ্বিতীয় তালিকা প্রকাশ করা হয়। এ সময় বলা হয়, প্রথম তালিকা প্রকাশের পর অনেক নিখোঁজ ব্যক্তি তাঁদের পরিবারের কাছে ফিরে এসেছেন বলে তথ্যে পাওয়া যায়। র‍্যাবের এ তালিকা হালনাগাদের কাজ একটি চলমান প্রক্রিয়া।