Sun. Sep 14th, 2025
Advertisements

খোলা বাজার২৪, মঙ্গলবার, ৯ আগস্ট ২০১৬: : মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভিটিকান্দি গ্রামে পরকীয়ার জের ধরে হোসনেয়ারা বেগমকে(২৮) নামের এক গৃহবধুকে খুন করার অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানাযায়, সিরাজগঞ্জ জেলার বাসিন্দা পিয়ার মোল্লার ছেলে সোহেল মিয়া(৩৭) এর সাথে আনুমানিক বারো বছর আগে গজারিয়া উপজেলার ভিটিকান্দি গ্রামের মৃত সেরুণ ফকিরের মেয়ে হোসনেয়ারা বেগম(২৮) সাথে বিবাহ সম্পন্ন হয়। বিবাহের পর খেকেই সোহেল শ্বশুর বাড়িতে বসবাস করতেন। সোহেল দম্পতির ঘরে মাহিম নামের(৮) নামের একটি ছেলে পুত্র সন্তান রয়েছে। এটি ছিল দুজনেরই দ্বিতীয় বিয়ে। মঙ্গলবার সকালে সোহেল স্ত্রীকে নিয়ে গ্রামের পাশের একটি বিলে শাপলা সংগ্রহ করতে যায়। সেখানে ধারালো অস্ত্রের সাহয্যে সোহেল স্ত্রীকে খুন করেন। পরে সোহেল থানায় গিয়ে তার স্ত্রীকে হত্যার কথা পুলিশের কাছে স্বীকার করে থানায় আতœসমর্পন করেন। গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো: হেদায়াতুল ইসলাম ভুঞা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মঙ্গলবার সকালে সোহেল স্ত্রীকে খুন করে থানায় এসে পুলিশের কাছে ধরা দিয়েছে। পরে পুলিশ সোহেলকে সাথে নিয়ে এসে বিল থেকে হোসনেয়ারার লাশ উদ্ধার করে। সোহেল পুলিশ বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। সোহেলের বরাত দিয়ে পুলিশ জানায়, প্রাথমিক ভাবে জানা গেছে, স্ত্রী হাসনেয়ারা স্থানীয় এক যুবকের সাথে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়ার কারণেই স্বামী সোহেল তাকে খুন করেছে, তদন্তের পর বিস্তারিত জানা যাবে। মরদেহ ময়না তদন্তের জন্য মুন্সীগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।#