Sun. Sep 14th, 2025
Advertisements

খোলা বাজার২৪, মঙ্গলবার, ৯ আগস্ট ২০১৬: : চাঁপাইবাবগঞ্জের নাচোলে পুলিশের ব্যাপক অভিযানে, ৭৫ লিটার দেশীয় চোলাইমদসহ এক আদিবাসী নারীকে আটক করেছে নাচোল থানা পুলিশ । শনিবার রাতে নাচোল উপজেলার হাঁকরইল গ্রামে পুলিশ অভিযান চালিয়ে ৭৫লিটার দেশীয় চোলাই মদসহ আদিবাসী নারী শ্রী লাল হাসদার স্ত্রী পান ছড়ি হেমব্রম(৩৫)কে আটক করে জেল হাজতে প্রেরণ করে। অন্যদিকে একই রাতে রাজবাড়িতে অভিযান চালিয়ে শ্রীকান্তের ছেলে শুশিল(৩২)কে আটক করে জেল হাজতে প্রেরণ করেছে নাচোল থানা পুলিশ। এসময় তার বাড়িতে থাকা ৯০ লিটার দেশীয় মদ উদ্ধার করে।এছাড়া ও মৃত নরেন বর্মনের ছেলে রনজিৎ বর্মন(৩৫) এর বাড়িতে অভিযান চালালে সে পালিয়ে যায়,ওই সময় তার বাড়িতে থাকা ৮২ লিটার দেশীয় মদ চুয়ানী উদ্ধার করে তার বিরুদ্ধে মামলা দায়ের করে।

এ বিষয়ে নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফাছিরুদ্দীনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, মাদক তৈরী ও মাদক সেবন কারীর সাথে কোন আপোষ নেই অভিযান অব্যাহত থাকবে।