Sun. Sep 14th, 2025
Advertisements

15খোলা বাজার২৪, বুধবার, ১০ আগস্ট ২০১৬: সুইমিংপুলে নামলেন আর সোনা জিতলেন। সাঁতারের জীবন্ত কিংবদন্তি মাইকেল ফেলপসের বিষয়টি ঠিক এমন হয়ে গেছে। রিও অলিম্পিকে নিজের দ্বিতীয় ইভেন্ট ২০০ মিটার বাটারফ্লাইয়ে পর সতীর্থদের সঙ্গে ২০০ মিটার ফ্রিস্টাইল রিলের স্বর্ণও জিতলেন যুক্তরাষ্ট্রের এই তারকা।

২০০ মিটার বাটারফ্লাইয়ের চার ল্যাপের শেষটিতে ফেলপসকে চ্যালেঞ্জ জানিয়েছিলেন জাপানের তরুণ মাসাতো সাকাই। মনে হচ্ছিল গত বারের মত এবারো স্বর্ণ হারাচ্ছেন মার্কিন তারকা। তবে শেষ পর্যন্ত এক মিনিট ৫৩.৩৬ সেকেন্ড সময় নিয়ে জাপানের সাকাইকে পেছনে ফেলে ক্যারিয়ারের ২০ তম স্বর্ণের সঙ্গে ২৪ টি পদক নিজের নিজের ঝুলিতে নেন।
এর আগে রিও অলিস্পিকে নিজের প্রথম সোনাটি ফেলপস পেয়েছিলেন দ্বিতীয় দিনে সতীর্থদের সঙ্গে ৪*১০০ মিটার ফ্রিস্টাইল রিলেতে। এতে প্রথম সাঁতারু হিসেবে অলিম্পিকের চারটি আসরে সোনা জিতলেন এই তারকা।
এদিকে জাপানের মাসাতো সাকাই এক মিনিট ৫৩.৪০ সময় নিয়ে রুপা আর হাঙ্গেরির কেনদেরেসি এক মিনিট ৫৩.৬২ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ পেয়েছেন।
উল্লেখ্য, ২০১২ সালের লন্ডন অলিম্পিকের পর অবসর ঘোষণা করেছিলেন ফেলপস, কিন্তু ২০১৪ সালে আবারও সাঁতারে ফেরেন তিনি।