Sun. Sep 14th, 2025
Advertisements

25খোলা বাজার২৪, বুধবার, ১০ আগস্ট ২০১৬: বাংলাদেশ থেকে দু’টি আর্ন্তজাতিক সম্মেলন বাতিল ও বিদেশি বিনিয়োগকারীদের আগমন কমে যাওয়ায় উদ্বিগ্ন দেশের ব্যবসায়ী সমাজ।

দেশের ভাবমূর্তি রক্ষা ও বিনিয়োগের পরিস্থিতি স্বাভাবিক রাখতে জঙ্গিবিরোধী মহাসমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রি (এফবিসিসিআই)।
আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের পর ঢাকায় অনুেষ্ঠয় এই ‘মহাসমাবেশ’ কর্মসূচিতে শেখ হাসিনাকে প্রধান অতিথি করা হবে। এজন্য সম্প্রতি এফবিসিসিআইয়ের ‘আইনশৃঙ্খলা ও চোরাকারবারি প্রতিরোধ’ সংক্রান্ত স্টান্ডিং কমিটি গঠন করা হয়েছে।
এ বিষয়ে কমিটির চেয়ারম্যান ও এফবিসিসিআইর সাবেক প্রথম সহসভাপতি আবুল কাশেম আহমেদ বলেন, জঙ্গি ও সন্ত্রাসবাদ মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে একটি মহাসমাবেশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সারাদেশের ব্যবসায়ীদের অংশগ্রহণে করা এটি হবে ব্যবসায়ীদের এ যাব‍ৎ কালের সবচেয়ে বড় মহাসমাবেশ।
তিনি বলেন, জঙ্গিবাদ মোকাবেলায় সারাদেশের চেম্বার ও অ্যাসোসিয়েশনসহ ৪৩৫টি বাণিজ্যিক সংগঠনে জঙ্গীবিরোধী কমিটি গঠন করা হবে। কমিটি জঙ্গি ও সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসনকে সহযোগিতা করবে। এতে জঙ্গিবিরোধী মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করবেন ব্যবসায়ীরা। বাণিজ্য, রফতানি, বিনিয়োগ ও সর্বোপরি দেশের অর্থনীতির স্বার্থে দেশ থেকে জঙ্গি-সন্ত্রাসবাদ দূর করতে হবে।