Sun. Sep 14th, 2025
Advertisements
BC-17-04-16-N_29
খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ১১ আগস্ট ২০১৬: জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনের জন্য ১৮ আগস্ট দিন ধার্য করেছে আদালত।

বৃহস্পতিবার রাজধানীর বকশীবাজারে আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত অস্থায়ী তৃতীয় বিশেষ জজ আদালতের বিচারক আবু আহমেদ জমাদার এ দিন ধার্য করেন।

মামলার আত্মপক্ষের সমর্থনের দিন ধার্য ছিল বৃহস্পতিবার। মামলার তদন্তকারী কর্মকর্তার পুনরায় সাক্ষ্য জেরা এবং কেসডকেট চেয়ে করা আবেদনটি হাইকোর্টের খারিজের আদেশের বিরুদ্ধে আপিল করেছেন খালেদা জিয়া। আবেদনটি শুনানির অপেক্ষায় থাকায় তার আইনজীবী সানাউল্লাহ মিয়া ও জিয়া উদ্দিন জিয়া আত্মপক্ষ সমর্থন পেছানোর জন্য সময়ের আবেদন করলে আদালত তা মঞ্জুর করে।