Sun. Sep 14th, 2025
Advertisements
Hilari1470888919
খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ১১ আগস্ট ২০১৬:  ডেমোক্রেটিক পার্টি থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদপ্রার্থী হিলারি ক্লিনটন বলেছেন, ডোনাল্ড ট্রাম্প সহিংসতা উস্কে দিচ্ছেন। বুধবার লোয়া অঙ্গরাজ্যের ডে মইনে এক নির্বাচনী র‌্যালিতে হিলারি তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ট্রাম্পের সমালোচনামুখর হন।
হিলারি বলেন, অস্ত্র আইনের সমর্থকরা আমাকে জয়বঞ্চিত করতে পারে, এটি বলার মাধ্যমে ট্রাম্প মূলত সহিংসতা উস্কে দিয়েছেন। ট্রাম্পের এই ধরনের বক্তব্য ভয়ঙ্কর ফলাফল বয়ে আনতে পারে।

হিলারি ট্রাম্পের প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন। যুদ্ধে নিহত এক মার্কিন মুসলিম সেনার ‘গোল্ড স্টার’ পরিবার নিয়ে ট্রাম্পের নেতিবাচক মন্তব্যের সমালোচনা করে হিলারি বলেন, এ সমস্ত ঘটনার প্রতিটিই সাক্ষ্য বহন করে যে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ও কমান্ডার অব চিফ হওয়ার মেজাজ ডোনাল্ড ট্রাম্পের নেই।

উল্লেখ্য, মঙ্গলবার নর্থ ক্যারোলিনার উইলমিংটনে এক র‌্যালিতে ট্রাম্প যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগে পরবর্তী প্রেসিডেন্টের ক্ষমতা প্রসঙ্গে কথা বলছিলেন।

এ সময় তিনি সমর্থকদের উদ্দেশে বলেন, হিলারি সংবিধানের দ্বিতীয় সংশোধনী বাতিল করতে চান। তিনি যদি তার পছন্দের বিচারককে নিয়োগের সুযোগ পান তাহলে আপনারা কিছুই করতে পারবেন না। হয়তো সেখানে দ্বিতীয় সংশোধনীর লোকজন থাকতে পারেন, কিন্তু আমি তা জানি না। তবে আমি আপনাদের বলছি, সেটা হবে ভয়াবহতম দিন। দ্বিতীয় সংশোধনীর সমর্থক কিংবা অস্ত্র ব্যবহারকারীরা হয়তো হিলারির বিরুদ্ধে পদক্ষেপ নেবেন।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের সংবিধানের দ্বিতীয় সংশোধনীতে বলা আছে, নিজস্ব নিরাপত্তার জন্য যেকেউ বৈধ অস্ত্র বহন করতে পারবে।