Mon. Sep 15th, 2025
Advertisements

17খোলা বাজার২৪, বুধবার, ১০ আগস্ট ২০১৬: জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে সাধারণ জণগনকে শিক্ষা দিতে আলেমদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে উলামা সম্মেলনে তিনি এই আহ্বান জানান।

তিনি বলেন, ইসলাম শান্তির ও সৌহার্দ্যের বাণী নিয়ে এসেছে। কিন্তু মুষ্ঠিমেয় মানুষ এই পবিত্র ধর্মকে বিশ্বের কাছে ছোট করেছে। আন্তর্জাতিক সম্মেলনে ইসলামকে জঙ্গিবাদী বললে আমি সবসময় প্রতিবাদ করতাম। কিছু মানুষের জন্য ধর্মকে দোষ দেয়া যাবে না।

প্রধানমন্ত্রী বলেন, পবিত্র কোরান শরীফে সন্ত্রাস ও অশান্তির বিরুদ্ধে কথা বলা হয়েছে। সেখানে জঙ্গিরা কিভাবে ভাবল মানুষ খুন করে বেহেশতে যাবে? যারা মানুষ খুন করে ধর্মে বিশ্বাসী নয়, মানবতায় বিশ্বাসী নয়। তাদের স্থান জাহান্নাবে হবে।

তিনি বলেন, উলামাদের প্রতি আমি আহ্বান জানাব আপনারা জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে সাধারণ মানুষকে শিক্ষা দিন। সবাই যাতে ইসলাম সম্পর্কে সঠিক শিক্ষা পায় এ ব্যাপারে ব্যবস্থা নিতে হবে। এটা ভাল খবর যে, সারাদেশব্যাপী জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে জনমত সৃষ্টি হয়েছে। ইসলাম ধর্মকে খাটো করা যাবে না।

শেখ হাসিনা বলেন, ইসলামের দৃষ্টিতে জঙ্গিবাদ কি ও আমাদের করণীর সম্পর্কে যে ফতোয়া দিয়েছেন সেজন্য আপনাদের ধন্যবাদ। এর মাধ্যমে আপনারা কোরান ও হাদীসের বক্তব্য জাতির সামনে তুলে ধরেছেন। এটা মহান কাজ।