Mon. Sep 15th, 2025
Advertisements

খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ১১ আগস্ট ২০১৬: : আব্দুর রশিদ (৪৫) নামের এক মাদক ব্যবসায়ীকে দুই বছর কারাদ- দিয়েছেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার আরিফ-উজ-জামানের ভ্রাম্যমাণ আদালত। একশ’ গ্রাম গাঁজাসহ গ্রেফতারের পর বুধবার বিকেলে ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আব্দুর রশিদ গাংনী উপজেলার গরিবপুর গ্রামের আব্দুস সামাদ শেখের ছেলে।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে বামন্দী ক্যাম্পের সড়ক থেকে একশ’ গ্রাম গাঁজাসহ রশিদকে গ্রেফতার করে বামন্দী পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই আলী রেজা। পরে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। তাকে দোষী সাব্যস্ত করে দুই বছর বিনাশ্রম কারাদ-াদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। দ-িত রশিদকে বৃহস্পতিবার মেহেরপুর কারাগারে প্রেরণ করা হয়।