Mon. Sep 15th, 2025
Advertisements

32খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ১১ আগস্ট ২০১৬: জেসিকা চাকমা, রাঙ্গামাটি : পার্বত্য চট্টগ্রাম ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশন (সংশোধন) আইন-২০১৬ বাতিলের দাবিতে তিন পার্বত্য জেলায় ডাকা হরতালের অংশে গতকাল বৃহস্পতিবার রাঙ্গামাটিতে শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। স্থানীয় ছয়টি বাঙালিভিত্তিক সংগঠন পার্বত্য নাগরিক পরিষদ, পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ, পার্বত্য গণপরিষদ, চট্টগ্রাম সম-অধিকার আন্দোলন, পার্বত্য বাঙালি ছাত্র ঐক্যপরিষদ ও পার্বত্য গণশ্রমিক পরিষদ তিন পার্বত্য জেলা রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে এ হরতাল আহবান করে। দাবি আদায়ে আগামী রোববার আবার নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন ছয়টি সংগঠনের পক্ষে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আলকাছ-আল মামুন।
তিনি বলেন, আমরা রাজপথে রয়েছি। আইনটি বাতিল না করা পর্যন্ত আন্দোলন থেকে পিছপা হব না। কারণ আইনটির কার্যকর হলে পার্বত্য চট্টগ্রামের বাঙালিদের ভূমি থেকে উচ্ছেদ হতে হবে। তাছাড়া বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকিতে পড়বে। তখন পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কায় পড়বে। এটি একটি কালো আইন। তাই আমরা এটি কখনও মেনে নেব না।
বৃহস্পতিবার রাঙ্গামাটিতে হরতালের সমর্থনে সকাল থেকে দিনভর শহরের বনরুপা, কাঠালতলী, পৌরসভা, রিজার্ভবাজার, তবলছড়ি, ডিসি অফিস এলাকা, কলেজগেট, ভেদভেদী ও মানিকছড়িসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পিকেটিং করেন নেতাকর্মীরা। এছাড়াও শহরে বিক্ষিপ্তভাবে বিক্ষোভ মিছিল বের করে হরতাল সফল করতে শক্ত অবস্থানে ছিলেন তারা।
হরতালের কারণে বৃহস্পতিবার শহরসহ জেলাব্যাপী কোথাও কোনো যানবাহন চলাচল করতে পারেনি। জেলা সদরসহ উপজেলাগুলোতেও সব ধরনের দোকানপাট ও ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ ছিল বলে খবর পাওয়া যায়। ফলে হরতালে অচল হয়ে পড়ে গোটা পার্বত্য জেলা রাঙ্গামাটি। সরকারি অফিস-আদালতসহ বিভিন্ন কর্মপ্রতিষ্ঠান খোলা থাকলেও লোকজনের উপস্থিতি ছিল ফাঁকা। হরতালে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বত্র পুলিশ ও নিরাপত্তাবাহিনীর টহল জোরদার ছিল।