Mon. Sep 15th, 2025
Advertisements

খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ১১ আগস্ট ২০১৬: হাসান, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁও হরিপুরে ভাতুরিয়া ইউনিয়নের আয়োজনে নাশকতা-সন্ত্রাস ও জঙ্গি বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর দুই ঘটিকার সময় কাঠালডাঙ্গী সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ইউপি চেয়ারম্যান আবুল কাসেম প্রধানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক মুখেশ চন্দ্র বিশ্বাস। সমাবেশে আরও বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম, নির্বাহী অফিসার খন্দকার মোঃ নাহিদ হাসান, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা পারভীন, হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল কুদ্দুছ, নবাগত ইউপি চেয়ারম্যান শাহজাহান ও কাঠাডাঙ্গী মহিলা কলেজের অধ্যক্ষ রিয়াজুল ইসলাম প্রমূখ। উক্ত সমাবেশ শেষে জেলা প্রশাসক মুখেশ চন্দ্র বিশ্বাস কাঠালডাঙ্গী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে-মিলে শুভ-উদ্বোধন করেন।