খোলা বাজার২৪, শুক্রবার, ১২ আগস্ট ২০১৬ : দেশের বাজারে ম্যাংগো ব্র্যান্ডের পাঁচটি স্মার্টফোন আনল ম্যাংগো মোবাইল। মডেলগুলো হচ্ছে ই-৩০, ৬০, ৫০, গ্যালিসিয়া ও রিও।
ম্যাংগো মোবাইলের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ম্যাংগোর ৫টি স্মার্টফোনের মধ্যে ই-৩০ হচ্ছে ফ্ল্যাগশিপ ফোন। এতে অক্টা কোর প্রসেসর রয়েছে। ৫ ইঞ্চি মাপের ফোনটিতে ৩ গিগাবাইট র্যাম পেছনে ১৩ ও সামনে ৮ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। এর অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ললিপপ। এতে আরও রয়েছে ২ হাজার ২০০ এমএএইচ ব্যাটারি। দাম ১৪ হাজার ৪৯০ টাকা। ই-সিরিজের অন্যান্য ফোনগুলোর দাম যথাক্রমে ১১ হাজার ১০০, ১০ হাজার ৯০ ও ৫ হাজার ৬০০ টাকা।