Sun. Sep 14th, 2025
Advertisements

ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স প্রথমবর্ষ পরীক্ষা-২০১৫ আজখোলা বাজার২৪, শনিবার, ১৩ আগস্ট ২০১৬: ২০১৫ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স প্রথমবর্ষ পরীক্ষা আজ শনিবার (১৩ আগস্ট) সারাদেশে ৬৮৪টি কেন্দ্রে একযোগে শুরু হবে। সর্বমোট ১ হাজার ৭শ’ ৮২টি কলেজের ২ লাখ ৯৯ হাজার ৩৪ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করবে।

এ পরীক্ষা প্রতিদিন দুপুর ১টা ৩০ মিনিটে শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলবে। জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা গ্রহণের সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করেছে। সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছে।