Mon. Sep 15th, 2025
Advertisements

46খোলা বাজার২৪, শনিবার, ১৩ আগস্ট ২০১৬: রাজধানীর বাসাবোয় নিজ ঘরে দুই শিশু খুনের ঘটনায় মা তানজিন রহমানকে পাঁচ দিনের রিমান্ড আদেশ দিয়েছেন আদালত।

শনিবার বিকালে সবুজবাগ থানা পুলিশ তানজিন রহমানকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চায়। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট গোলাম নবির আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে ভোর ৪টার দিকে উত্তর বাসাবোর অন্য একটি বাড়ি থেকে তানজিন রহমানকে গ্রেফতার করা হয়।
সবুজবাগ থানার ওসি মো. আবদুল কুদ্দুস ফকির জানান, মামলার পর উত্তর বাসাবোর একটি বাড়ি থেকে শিশুদের মা তানজিন রহমানকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার রাতে উত্তর বাসাবোর (হোল্ডিং নম্বর ১৫৭/২, ‘ষড়ঋতু’) বাড়ির সপ্তম তলা থেকে হুমায়রা বিনতে মাহবুব (৬) ও মাশরাফি ইবনে মাহবুব (৭) নামে দুই ভাই-বোনের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনার পর থেকে তাদের মা তানজিন রহমান নিখোঁজ ছিলেন।
পরে শুক্রবার রাতেই নিহত দুই শিশু বাবা মাহবুবুর রহমান বাদী হয়ে দুই শিশুর মাকে আসামি করে সবুজবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।