Tue. Sep 16th, 2025
Advertisements

14খোলা বাজার২৪, রবিবার, ১৪ আগস্ট ২০১৬: হিরণ পয়েন্টের অদূরে বঙ্গোপসাগরে ভারতীয় ট্রলারডুবির ঘটনায় পাঁচজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

আজ রোববার সকাল সোয়া ১০টার দিকে এসব মৃতদেহ উদ্ধার করার কথা জানান কোস্টগার্ড পশ্চিম জোনের কমান্ডার ক্যাপ্টেন কাজী মেহেদী মাসুদ।
কোস্টগার্ড জানায়, নিহতদের সবাই ভারতীয় জেলে। এ ছাড়া দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলেও জানানো হয়। কারো পরিচয় জানা যায়নি।
গতকাল শনিবার বিকেলে ১৭ ভারতীয় জেলেকে নিয়ে বঙ্গোপসাগরের বঙ্গবন্ধুর চর এলাকায় ট্রলার ডুবে যায়। সেদিনই উদ্ধার অভিযান শুরু করলেও বৈরী আবহাওয়ায় তা বন্ধ রাখা হয়। আজ সকাল থেকে আবারও উদ্ধার অভিযান শুরু হয়।
বাংলাদেশের নৌবাহিনী ও কোস্টগার্ড ছাড়াও ভারতীয় কোস্টগার্ড উদ্ধার অভিযানে অংশ নিয়েছে।