Tue. Sep 16th, 2025
Advertisements

30খোলা বাজার২৪, রবিবার, ১৪ আগস্ট ২০১৬: কুকুর লেলিয়ে চট্টগ্রামের চাঞ্চল্যকর হিমাদ্রি মজুমদার হিমু হত্যা মামলায় পাঁচজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

আজ রবিবার বিকালে চট্টগ্রাম চতুর্থ মহানগর দায়রা জজ মো. নুরুল ইসলাম এ রায় দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- ব্যবসায়ী শাহ সেলিম টিপু, তার ছেলে জুনায়েদ আহমেদ রিয়াদ এবং রিয়াদের তিন বন্ধু শাহাদাৎ হোসাইন সাজু, মাহাবুব আলী খান ড্যানি ও জাহিদুল ইসলাম শাওন।
এদের মধ্যে শাহ সেলিম টিপু, শাহাদাৎ হোসাইন রাজু ও মাহাবুব আলী ড্যানি বর্তমানে কারাগারে আছেন। অপর দুই আসামি রিয়াদ শুরু থেকে এবং শাওন জামিনে গিয়ে পলাতক।
এর আগে গত ১১ আগস্ট দু’দফা পিছিয়ে আদালত রায় ঘোষণার জন্য আজকের দিন ধার্য করেন।
হিমাদ্রি মজুমদার হিমু পাঁচলাইশ আবাসিক এলাকার ১ নম্বর সড়কের ইংরেজি মাধ্যমের সামারফিল্ড স্কুল অ্যান্ড কলেজের ‘এ’ লেভেলের শিক্ষার্থী ছিলেন।
২০১২ সালের ২৭ এপ্রিল নগরীর পাঁচলাইশ আবাসিক এলাকার ‘ফরহাদ ম্যানশন’ নামের একটি বাড়ির চারতলায় হিমুকে হিংস্র কুকুর লেলিয়ে নিমর্মভাবে নির্যাতনের পর ছাদ থেকে ফেলে দেয়া হয়।
গুরুতর আহত হিমু ২৬ দিন হাসপাতালে মৃত্যু যন্ত্রণা ভোগ করে ওই বছরের ২৩ মে মারা যান।