Tue. Sep 16th, 2025
Advertisements

Road_Accident_011452932375

খোলা বাজার২৪, সোমবার, ১৫ আগস্ট ২০১৬: পাবনা জেলায় আজ সোমবার সকালে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত ও ২ জন আহত হয়েছেন।
নিহতদের মধ্যে ৩ জন নারী ও ২ জন পুরুষ। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
পাবনায় আমিনপুর থানার আহম্মদপুর নামক স্থানে সোমবার সকাল ৭ টার দিকে বালুবোঝাই ট্রাক এবং সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।
আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল হুদা দুর্ঘটনা ও হতাহতের খবর নিশ্চিত করেছেন।
তিনি বাসস’কে জানান, সকালে বালুভর্তি একটি মিনিট্রাক কাশিনাথপুর থেকে পাবনার দিকে যাচ্ছিল। পথিমধ্যে কাশিনাথপুর ব্রিজের পশ্চিম পাশে আহাম্মদপুর নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী সিএনজিচালিত একটি অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৪ জন নিহত এবং হাসপাতালে নেয়ার পর আরো একজনের মৃত্যু হয়। তারা সবাই অটোরিকশার যাত্রী।
তাজুল হুদা আরও জানান, আহত ২ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ এবং বেড়া ও পাবনা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা যায়নি। ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।