Tue. Sep 16th, 2025
Advertisements

41577

খোলা বাজার২৪, সোমবার, ১৫ আগস্ট ২০১৬:  বাংলাদেশের ৪১তম জাতীয় শোক দিবস এবং ভারতের ৭০তম স্বাধীনতা দিবস আজ সোমবার। এ উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে সকাল থেকে বন্ধ রয়েছে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম। ফলে এই বন্দর দিয়ে কোনো পণ্যবাহী ট্রাক আসা-যাওয়া করেনি।

এ ছাড়া বন্ধ রয়েছে বন্দরের বেসরকারি ওয়্যার হাউস পানামা পোর্টের অভ্যন্তরে পণ্য ওঠানামার কাজও। তবে মঙ্গলবার থেকে যথারীতি শুরু হবে এই বন্দরের কার্যক্রম।

বাংলাহিলি কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবদুর রহমান লিটন জানান, দুই দেশের জাতীয় দিবস উপলক্ষে বন্দরের দুই অংশের ব্যবসায়ীরা সোমবার বন্দরের কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেন। এ কারণে বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রমসহ পণ্য লোড-আনলোড বন্ধ হয়ে যায়।

এদিকে, হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুজ্জামান জানান, বন্দরে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও চেকপোস্ট দিয়ে পাসপোর্টে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

প্রতিদিন ইমিগ্রেশনের কার্যক্রম সকাল ৯টা থেকে শুরু হয়ে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলে বলে জানান এই কর্মকর্তা।