খোলা বাজার২৪, সোমবার, ১৫ আগস্ট ২০১৬:মুন্সীগঞ্জ জেলায় শেখ রাসেল ডিজিটাল ল্যাবগুলোতে শনিবার উদ্বোধণের পর রোববার থেকেই শিক্ষার্থীরা ক্লাস শুরু করেছে। তাই ২২টি বিদ্যালয়ে এই ডিজিটাল ল্যাব চালু প্রতিটি ল্যাবেই ছিল শিক্ষার্থীদের ভিঁড়।
জেলা প্রশাসক বলেন, প্রযুক্তির ব্যবহারের এখন বেশি শিখতে পারছে। শিক্ষার্থী নিজেদের প্রস্তুত করছে দক্ষ নাগরিক হিসেবে।
মুন্সীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্তার হোসেন জানান, আধুনিক এই ল্যাব নিয়ে শিক্ষার্থীদের এখন নানা কৌতুহল। এর ব্যবহার শুরু হয়েছে।
শিক্ষার্থী সুমি আক্তার জানান, ‘ল্যাবে ক্লাশ করে অনেক ভালো লেগেছে। হাতে কলমে শিখতে পারছি প্রযুক্তির নানান ব্যবহার।’
শনিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর উদ্বোধনের কালে শিক্ষা মন্ত্রী নুুরুল ইসলাম নাহিদ মুন্সীগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধানমন্ত্রীর পক্ষে ফলক উন্মোচন করেন। এময় আরো উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক বঙ্গবন্ধুর সহচর মোহাম্মদ মহিউদ্দিন, অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি এমপি, অ্যাডভোকেট মৃনাল কান্তি দাস এমপি, শিক্ষা সচিব মো. সোহরাব হোসেন, পরিবেশ ও বন সচিব ড. কামাল উদ্দিন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদল, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক রইছ উল আলম মন্ডল, পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আনিস-উজ-জামান ও বিদ্যালয়টির পরিচালনা পরিষদের সভাপতি এনামূল ইসলাম বাবুল।