Wed. Sep 17th, 2025
Advertisements

খোলা বাজার২৪, মঙ্গলবার, ১৬ আগস্ট ২০১৬: জেলায় বিভিন্ন আয়োজনে বঙ্গবন্ধুর ৪১ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে শোক র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০ টায় ঠাকুরগাঁও কালেক্টর চত্ত্বর থেকে জেলা প্রশাসনের আয়োজনে শোক র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা শিল্পকলা একাডেমী গিয়ে আলোচনা সভা ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়।

ঠাকুরগাঁও জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাসের সভাপত্বিতে র‌্যালীতে আরোও উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার ফারহাত আহমেদ, ঠাকুরগাঁও প্রেসক্লাব সভাপতি আবু তোরাব মানিক, সাবেক পৌর মেয়র সোলাইমান আলী, ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখতারুজ্জামান সাবু সহ প্রমুখ। এসময় শোক র‌্যালীতে ঠাকুরগাঁও জেলার সকল সরকারি ও বেসরকারি স্কুল কলেজের ছাত্রছাত্রী ও প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জাতীয় শোক দিবস উপলক্ষে জেলা আওয়ামী লীগ ও মুক্তিযোদ্ধা কমান্ড সহ অন্যান্য সংগঠন গুলো শোক র‌্যালী বের করে। অন্যদিকে, একই দিনে জেলার রানীশংকৈল, বালিয়াডাঙ্গী, পীরগঞ্জে উপজেলা প্রশাসন ও অন্যান্য সংগঠন গুলোর উদ্দোগে শোক র‌্যালী সহ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।