Wed. Mar 12th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

59খোলা বাজার২৪, মঙ্গলবার, ১৬ আগস্ট ২০১৬: টেরাফুগিয়ার ট্রানজিশন যান। এটি রাস্তায় চলবে আবার আকাশেও উড়বে। সেই লক্ষ্যেই কাজ শুরু করেছে নির্মাতা প্রতিষ্ঠান। ২০২৫ সালের মধ্যে এটি বাজারে আনার চেষ্টা চলছে।

ব্যবসা ও প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট বিজনেস ইনসাইডারের তথ্য অনুযায়ী, টেরাফুগিয়ার তৈরি বর্তমান যানটির নাম হচ্ছে ট্রানজিশন। উড়ুক্কু এ যানটিতে বড় চাকা ও ভাঁজ করে রাখা যায় এমন ডানা আছে। ছোট এয়ারফিল্ড ও বড় গ্যারেজ থাকলে এটি ব্যবহার করা যায়। সত্যিকারের কোনো বড় রাস্তায় এটি ব্যবহার করা যায় না।
তাই টেরাফুগিয়া কর্তৃপক্ষ ভাবছে, উড়াল গাড়িটি যদি স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ ব্যবস্থার সঙ্গে যুক্ত করা যায়, তবে অনেক সুবিধা হয়। এতে ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তি, এয়ারসট্রিপের ঘাটতি ও মাথা ঠাণ্ডা রাখার মতো সমস্যাগুলো দূর হবে। টেরাফুগিয়ার দাবি, ২০২৫ সাল নাগাদ তাদের এই যন্ত্রটি বাজারে আসতে পারে।
উড়াল গাড়ি শিগগিরই হয়তো রাস্তায় চলা শুরু করবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, কোনটি আগে আসবে, উড়াল গাড়ি, নাকি স্বয়ংক্রিয় বা স্বচালিত গাড়ি? বেশ কিছুদিন ধরেই এই দুই প্রযুক্তি নিয়ে কাজ করে যাচ্ছেন গবেষকরা। কিন্তু এখনও রাস্তায় চলার মতো সহজলভ্য হয়ে ওঠেনি এই দুই প্রযুক্তির গাড়ি।
এই দুই গাড়ির প্রযুক্তিকে যদি এক করে ফেলা যায়? ট্রানজিশন যান নির্মাতা প্রতিষ্ঠান টেরাফুগিয়া সম্প্রতি স্বয়ংক্রিয় গাড়ি প্রযুক্তি নিয়েও চিন্তাভাবনা শুরু করেছে। প্রায় ১০ বছর ধরে ট্রানজিশন যান তৈরিতে চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি। এবার স্বয়ংক্রিয় উড়াল গাড়ি তৈরিতে কাজ শুরু করেছে প্রতিষ্ঠানটি।