Thu. Sep 18th, 2025
Advertisements

খোলা বাজার২৪, বুধবার, ১৭ আগস্ট ২০১৬: বাগেরহাট : বাগেরহাটে সন্ত্রাস ও জঙ্গিবাদের প্রতিবাদে পৃথক মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। বুধবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাবের সামনে বাংলাদেশ কিন্ডার গার্টেন এডুকেশন সোসাইটি এবং বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির জেলা শাখার উদ্যেগে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা এমপি, বাংলাদেশ কিন্ডারগার্টেন এডুকেশন সোসাইটি জেলা শাখার সভাপতি মো. দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির জেলা শাখার সভাপতি মো. আবু নাইম, সাধারণ সম্পাদক মো. ইমরুল কায়েস প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, জঙ্গি ও সন্ত্রাসবাদ প্রতিরোধে সকলকে এগিয়ে আসতে হবে। শিক্ষার্থীরা কোন ভাবে চলছে, কার সাথে যাচ্ছে এবিষয়ে শিক্ষক অভিভাবকদের সজাক থাকতে হবে।