Tue. Sep 16th, 2025
Advertisements

9kখোলা বাজার২৪, বৃহস্পতিবার, ১৮ আগস্ট ২০১৬: মহেশ ভাট এর হরর-থ্রীলার ছবি ‘রাজ’ এর তিনটি সিকুয়্যাল এখন পর্যন্ত মুক্তি পেয়েছে। এই সিরিজের তিনটি ছবিই ব্যবসা সফল। সব মিলিয়ে এই সিরিজের ছবির প্রতি দর্শকদের আলাদা একটি আগ্রহ ও কৌতুহল রয়েছে। আর তারই ধারাবাহিকতায় ভাটরা এবার হাজির হচ্ছেন ‘রাজ’ এর চার নম্বর সিকুয়্যাল নিয়ে। এবারের ছবির নাম ‘রাজ রিবুট’।
মহেশ ভাটের প্রযোজনায় ছবিটি নির্মান করেছেন বিক্রম ভাট। এবারের ছবিরও প্রধান চরিত্র ইমরান হাশমী। আর তার সঙ্গে এবার নায়িকা হিসেবে রোমান্স করতে দেখা যাবে ক্রিতি খারবান্ডাকে। শুধু তাই নয়, একাধিক চুম্বন ও ঘনিষ্ঠ দৃশ্যেও তারা ক্যামেরাবন্দি হয়েছেন। এ দ্জুন ছাড়াও ছবির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে গৌরব আরোরাকে।
আগামী মাসের ১৬তারিখ মুক্তি পেতে যাচ্ছে ‘রাজ রিবুট’। সম্প্রতি ছবিটির ট্রেলার মুক্তি পেয়ে বেশ আলোচনায় চলে এসেছে। ইমরান হাশমী বলেছেন, ‘রাজ রিবুট’ নিয়ে আমি একটু বেশিই আশাবাদী। এখানে আমরা সবাই নিজেদের সেরাটা দেয়ার চেষ্টা করেছি। আমার বিশ্বাস ভালো লাগবে দর্শকদের।