Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

download

খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ১৮ আগস্ট ২০১৬:  তথ্যঅধিদফতরে ডিজিটাল উপস্থিতি বা হাজিরা পদ্ধতি চালু হয়েছে। প্রধান তথ্য অফিসার এ কে এম শামীম চৌধুরীর উদ্যোগে আজ সচিবালয়ে তথ্য অধিদফতরে আনুষ্ঠানিকভাবে এ পদ্ধতি চালু করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ইনোভেশন টিমের সভাপতি ও অতিরিক্ত প্রধান তথ্য অফিসার মোহাম্মদ ইসতাক হোসেন, সিনিয়র উপ-প্রধান তথ্য অফিসার ড. মোহাম্মদ হান্নান, সিনিয়র তথ্য অফিসার মাসুদা খাতুন, মো. মিজানুর রহমান, মোছা. মোবাস্বেরা কাদেরী ও ডালিয়া ইয়াসমিন, চিফ ফিচার রাইটার মোহাম্মদ আলী সরকারসহ অধিদফতরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান তথ্য অফিসার এ পদ্ধতি চালুর সাথে সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন, তথ্য অধিদফতরে স্টোর ডিজিটালাইজ করার কার্যক্রম প্রক্রিয়াধীন। এটি চালু হলে তথ্য অধিদফতরে ক্রয় ও বিতরণ কার্যক্রমে অধিকতর স্বচ্ছতা নিশ্চিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
উল্লেখ্য, মন্ত্রিপরিষদ বিভাগের নির্র্দেশনার আলোকে তথ্য অধিদফতরের ইনোভেশন কার্যক্রম-২০১৬ এর আওতায় এ পদ্ধতি চালু করা হয়েছে। এর ফলে সরকারি কর্মকর্তা কর্মচারীদের নির্দিষ্ট সময়ে অফিসে আগমন ও প্রস্থান নিশ্চিত করা যাবে।