Thu. Sep 18th, 2025
Advertisements

খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ১৮ আগস্ট ২০১৬: , ময়মনসিংহ: ময়মনসিংহের ত্রিশালে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চেলেরঘাট ব্রিজের কাছে পাওয়া অজ্ঞাত(২৮) যুবতীর লাশের পরিচয় এখনো মেলেনি। তিনদিন পার হয়ে গেলেও কোন নিকটাত্বীয় আসেনি বলে জানান ত্রিশাল থানা পুলিশ।
ত্রিশাল থানা পুলিশ জানাযায় মঙ্গলবার সকাল আটটার দিকে ত্রিশাল উপজেলা চেলেরঘাট ব্রিজের কাছে এক অজ্ঞাত(২৮) যুবতীর লাশ দেখতে পেয়ে ত্রিশাল থানা পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে থানা নিয়ে আসে তবে এখনও পরিচয় জানা যায়নি।
এ ব্যপারে ত্রিশাল থানা ইনচার্য মনিরুজ্জামান জানান লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করি। তবে এখনো লাশের পরিচয় পাওয়া যায়নি,কোন স্বজনও খোজ নিতে আসেনি। তবে লাশটিকে শাষরুদ্ধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক ভাবে জানান এছাড়াও লাশটিরে গায়ে অনেক আঘাতের দাগ রয়েছে।
এ ব্যাপারে ত্রিশাল থানায় হত্যা মামলা হয়েছে।