Wed. Sep 17th, 2025
Advertisements

misitry-of-vulentiar-nbs24খোলা বাজার২৪, শুক্রবার, ১৯ আগস্ট ২০১৬: জাতীয় সংসদের সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ২১তম বৈঠক আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি মো. মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে কমিটির সদস্য প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ, মনোরঞ্জন শীল গোপাল, আয়েশা ফেরদাউস, মো. হাবিবে মিল্লাত, মো. আব্দুল মতিন, লুৎফা তাহের ও সৈয়দা সায়রা মহসীন বৈঠকে অংশগ্রহণ করেন।

কমিটি সমাজ কল্যাণ মন্ত্রণালয়াধীন বিভিন্ন দপ্তরে শূন্য পদগুলো দ্রুতগতিতে নিয়োগের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে।

বৈঠকে মানসিক প্রতিবন্ধী শিশুদের প্রতিষ্ঠানের সার্বিক অগ্রগতির বিষয়ে আলোচনা হয়। এছাড়া এ প্রতিষ্ঠানের প্রয়োজনীয় জনবল ও অন্যান্য আনুষঙ্গিক সুযোগ সুবিধা নিশ্চিত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।

কমিটি ক্যান্সার, কিডনি ও লিভার সিরোসিস রোগীদের আর্থিক সহায়তা কর্মসূচির অবস্থা সম্পর্কে আলোচনা করে। এছাড়া এ কর্মসূচির আওতায় সমাজের দরিদ্র জনগণ যাতে সার্বিক সহযোগিতা পায় সেদিকে সজাগ দৃষ্টি রাখার বিষয়ে জোরালো সুপারিশ করে।
সমাজকল্যাণ সচিব ড. চৌধুরী মো. বাবুল হাসান, সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালকসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন।