Fri. Sep 19th, 2025
Advertisements

minister-fishing-nbs24খোলা বাজার২৪, শনিবার, ২০ আগস্ট ২০১৬: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেছেন, এস এম সুলতানের শিল্পকর্ম আগামী প্রজন্মকে সৃজনশীলতায় উদ্বুদ্ধ করবে এবং প্রকৃতি ও পরিবেশের স্বরূপ উপলব্ধিতে সহায়ক ভূমিকা রাখবে।

আজ নড়াইলের চিত্রশিল্পী এস এম সুলতানের বাড়ী পরিদর্শনকালে তিনি একথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, এস এম সুলতান তাঁর চিত্রকর্মের মধ্যে মানুষ ও প্রকৃতির মধ্যে যে নিবিড় যোগসূত্রের বাণী ফুটিয়ে তুলেছেন, তা বিশ্বব্যাপী চিত্রকর্ম ও প্রকৃতিপ্রেমীদের মধ্যে প্রশংসা অর্জন করেছে। তিনি বলেন, এস এম সুলতান ছিলেন আমাদের অহংকার এবং গৌরবের।

পরে প্রতিমন্ত্রী রামকৃষ্ণ আশ্রম পরিদর্শন করেন এবং নড়াইলের তুলারামপুর কালী মন্দির প্রাঙ্গণে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সহর্ধমিণী স্বর্গীয় শুভ্রা মুখার্জির প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নাম সংকীর্তন, গীতা পাঠ, অন্ন, বস্ত্রদান ও তাঁর জীবনী সম্পর্কে আলোচনা সভায় যোগদান করেন।

বিকেলে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন এবং রোগীদের খোঁজখবর নেন।