Fri. Sep 19th, 2025
Advertisements

খোলা বাজার২৪, শনিবার, ২০ আগস্ট ২০১৬: রিও অলি11_231806ম্পিকে শুধু অপেক্ষা ছিল ‘ট্রিপল ট্রিপলে’র। উসাইন বোল্ট সেটাই করে দেখালেন। স্প্রিন্ট ডাবল হয়েছে বৃহস্পতিবারই। বাকি ইতিহাসটিা গড়লেন শনিবার। নতুন করে লেখা হলো বোল্ট-কীর্তি
বেইজিং ও লন্ডনের পর অলিম্পিক ইতিহাসের মাত্র দ্বিতীয় দৌড়বিদ হিসেবে তিনটি ১০০ মিটার রিলে জিতলেন জ্যামাইকান স্প্রিন্টার।
রিও অলিম্পিকের চতুর্দশ দিনে বাংলাদেশ সময় শনিবার সকাল পৌনে ৮টায় অলিম্পিকে বোল্টের শেষ দৌড়ে জ্যামাইকা দল সময় নেয় ৩০.২৭ সেকেন্ড।
এর মধ্য দিয়ে টানা তিনটি অলিম্পিকে ব্যক্তিগত ও দলগত তিনটি ইভেন্টে মোট ৯টি স্বর্ণপদক জয় করে ‘ট্রিপল ট্রিপল’ পূর্ণ করলেন বোল্ট।

এর আগে ২০০৮ সালে বেইজিং এবং ২০১২ সালে লন্ডন অলিম্পিেও ব্যাক্তিগত ১০০ ও ২০০ মিটার ইভেন্টে স্বর্ণ জয়ের পর দলগত ৪ গুণিতক ১০০ মিটার রিলেতেও স্বর্ণপদক জেতেন জ্যামাইকান এ গতিতারকা।