Tue. Sep 16th, 2025
Advertisements

20খোলা বাজার২৪, রোববার, ২১ আগস্ট ২০১৬: রংপুরের কাউনিয়া উপজেলার শিবু কুটিরপাড় এলাকায় মানাস ব্রীজের কাছে ট্রেনে কাটা পড়ে ৪ গরু ব্যবসায়ী নিহত হয়েছেন, আহত হয়েছে আরও ৪ জন গরু ব্যবসায়ী। শনিবার রাতে ৯ ব্যবসায়ী আটটি গরু নসিমনে করে টেপামধুপুর হাট থেকে হারাগাছ মেনাজ বাজার যাওয়ার পথে ট্রেন লাইন পারাপারের সময় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে ৩ জন ও ৬টি গরু মারা যায় এবং আহত অবস্থায় রংপুর মেডিকেল হাসপাতালে আরো একজন নসিমন চালক মারা যান।
এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানাগেছে, শনিবার ছিলো টোপামধুপুরের হাট। প্রতি হাটের ন্যায় তারা গরু কিনে নসিমনে করে হারাগাছ নিয়ে যাচ্ছিল। সে সময় রংপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী রংপুর এক্প্রেস ট্রেনটি উক্তস্থানে রেলক্রস পার হওয়ার সময় নসিমনের যান্ত্রিক ত্রুটি দেখা দিলে রেল লাইনে আটকা নসিমনটিকে ট্রেন ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। রাত সাড়ে ১২টা পর্যন্ত ট্রেনে কাটা পড়া মরদেহের টুকরো উদ্ধার করে পুলিশ।
নিহতরা হলেন-হারাগাছ মেনাজ বাজার গ্রামের মৃত.কফিল উদ্দিনের ছেলে হাফিজার রহমান,একই গ্রামের খোকা মিয়ার ছেলে মুকুল মিয়া,পল্লামারীরচর এলাকার আবু বক্কর,হারাগাছ মেনাজ বাজার গ্রামের হাফিজ্জার কসাই ও নসিমন চালক রবিউল ইসলাম। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহতদের সংকট এখনো কাটেনি।