Wed. Sep 17th, 2025
Advertisements
খোলাChairman Photo(1) বাজার২৪, রোববার, ২১ আগস্ট ২০১৬: বিশিষ্ট প্রবাসী উদ্যেক্তা নিজাম চৌধুরী এনআরবি গ্লোবাল ব্যাংক লিমিটেডের (এনজিবি) চেয়ারম্যান পুনঃ নির্বাচিত হয়েছেন । সম্প্রতি ব্যাংকের পরিচালনা পর্ষদের এক সভায় তাঁকে আগামী মেয়াদের জন্য চেয়ারম্যান পুনঃ নির্বাচিত করা হয়।

নিজাম চৌধুরী ঢাকাবিশ্ববিদ্যালয় থেকে এম.এডিগ্রিঅর্জন করেন। তিনি একজন সফল প্রবাসী উদ্দোক্তা। তিনি ট্রেড ব্যালেন্স ইউএস একর্পোরেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান।জনাব নিজাম চৌধুরী ম্যাক্স পাওয়ার লিমিটেডের

নির্বাহী পরিচালক, কুশিয়ারা পাওয়ার লিঃ ও ডায়ামন্ড লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালক।এছাড়া ও তিনি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠনের সাথে ও জড়িত।