Wed. Sep 17th, 2025
Advertisements

Samaj seba pic-22-8-16খোলা বাজার২৪, সোমবার, ২২ আগস্ট ২০১৬:নরসিংদী থেকে তোফাজ্জল হোসেনঃ নরসিংদী শহর সমন্বয় পরিষদের পরিচিতি সভা নরসিংদী শহর সমাজসেবা কার্যালয়ে ২২আগষ্ট সকাল ১১টায় অনুষ্ঠিত হয়েছে।সমন্বয় পরিষদের সভাপতি আব্দুর রশিদ মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক গোলাম মোস্তফা। শহর সমাজ সেবা কর্মকর্তা মুহাম্মদ আশরাফুল ইসলাম খান এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রথমে নবনির্বাচিত কার্যকরি পরিষদের পরিচিতি পর্বের পর বিগত সভার কার্যবিবরনী পাঠ ও অনুমোদন,সমন্বয় পরিষদের কার্যক্রম সংক্রান্ত আলোচনা ও প্রশিক্ষণ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়।সভায় অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেনে মুক্তিযোদ্ধা আজিজুর রহমান,মতিউর রহমান জাকির,শামিম রানা ভূইয়া,তোফাজ্জল হোসেন,ডা.রমজান আলী প্রামানিক,ইয়াছমিন সুলতানা প্রমুখ।