
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বাংলাদেশ সচিবালয়ে আজ অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই অনুমোদন দেয়া হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের জানান, এই নতুন আইনের উদ্দেশ্য হচ্ছে সাইবার অপরাধ বন্ধ করা ।
আইনে বলা হয়েছে, ইলেক্ট্রোনিক মিডিয়ার মাধ্যমে মুক্তিযুদ্ধ এবং এর চেতনা ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে অথবা আদালত কর্তৃক মীমাংসিত মুক্তিযুদ্ধ ইস্যুতে কেউ অপপ্রচার চালালে তাকে সর্বোচ্চ যাবজ্জীবন কারাদন্ড এবং ন্যুনতম তিন বছরের কারাদন্ড ও সর্বোচ্চ এক কোটি টাকা জরিমানা অথবা উভয় দন্ডে দন্ডিত হতে হবে।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, প্রস্তাবিত আইন অনুযায়ী বিমান সাইবার ম্যানেজমেন্টের মতো কোন গুরুত্বপূর্ণ তথ্য অবকাঠামোতে হামলা অথবা হ্যাকস্ করলে তাকে সর্বোচ্চ ১৪ বছরের কারাদন্ড ও সর্বনি¤œ দুই বছরের কারাদন্ড এবং এক কোটি টাকা জরিমানা অথবা উভয় দন্ডে দন্ডিত হতে হবে।