Sat. Sep 20th, 2025
Advertisements

খোলা বাজার২৪, সোমবার, ২২ আগস্ট ২০১৬: ঝড়ে ছিঁড়ে যাওয়ায় বৈদ্যুতিক তারে জড়িয়ে নাটোরের বড়াইগ্রামে সুইট আহম্মেদ (২৮) নামে এক ঔষধ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে উপজেলার জোনাইল পাগলা বাজারে এই ঘটনা ঘটে। নিহত সুইট উপজেলার চরগোবিন্দপুর গ্রামের মৃত ময়েন উদ্দিন মাষ্টারের ছেলে।
জোনাইল ইউপি চেয়ারম্যান তোজাম্মেল হোসেন জানান, সোমবার বিকালে সুইট ডিশ লাইনের ক্যাবল মেরামতের জন্য দোকানের পাশের গাছে উঠেন। এ সময় রোববার বিকেলে ঝড়ে ছিঁড়ে থাকা বৈদ্যুতিক তারের সঙ্গে হাত লাগলে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় শোকাবহ পরিবেশ বিরাজ করছে।