Mon. Sep 15th, 2025
Advertisements

20kখোলা বাজার২৪, মঙ্গলবার, ২৩ আগস্ট ২০১৬: সিরিয়ার উত্তরে চরমপন্থী গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) ওপর বোমা হামলা চালিয়েছে তুরস্ক। সোমবার সিরিয়ার সীমান্তবর্তী শহর জারাবলুসে এ হামলা চালানো হয়।
শনিবার রাতে তুরস্কের গাজিয়ানতেপ শহরে আত্মঘাতী বোমা হামলায় ৫১ জন নিহত হয়। এ ঘটনার জন্য আইএসকে দায়ী করেছে দেশটির সরকার। এর একদিন পরেই সিরিয়ায় আইএসের ওপর এ হামলা চালালো আঙ্কারা।
তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলাত ক্যাভুসোগলু বলেছেন, ‘উত্তর সিরিয়াকে পুরোপুরি আইএস মুক্ত করা হবে।’
এদিকে যুক্তরাষ্ট্র সমর্থিত সিরীয় কুর্দিদের জোট ওয়াইপিজে দেশটির উত্তরে মানবিজ শহরে আইএসের ওপর হামলা চালিয়েছে। একই সময় তুর্কি সেনাবাহিনীর গোলন্দাজ ইউনিটও ওয়াইপিজের ওপর হামলা চালিয়েছে।
তুরস্ক সরকার ওয়াইপিজেকে কুর্দিদের সংগঠন কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির অংশ বলেই মনে করে। বিদ্রোহী এই গ্রুপটি তুরস্কের কুর্দি অধ্যুষিত অঞ্চলকে নিয়ে পৃথক কুর্দিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ১৯৮০ সাল থেকে লড়াই চালিয়ে যাচ্ছে।