Sun. Sep 14th, 2025
Advertisements
photoখোলা বাজার২৪, মঙ্গলবার, ২৩ আগস্ট ২০১৬: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪১তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে গত ২২ আগষ্ট ২০১৬ তারিখ সোমবার আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের প্রধান কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় । ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহম্মদ শামস্-উল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে খুলনা সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য বেগম নুর আফরোজ আলী ছাড়াও ব্যাংকের উর্দ্ধতন নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর বর্ণাঢ্য এবং সংগ্রামী জীবনের উপর আলোকপাত করে বিশেষ অতিথি তাঁর স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে সকলের আন্তরিক প্রয়াস নিয়োজিত করার জন্য উদাত্ত আহবান জানান। উক্ত অনুষ্ঠানে বঙ্গবন্ধুর উপর লিখিত সকল বইয়ের সমাহারে “বঙ্গবন্ধু কর্ণার” এর শুভ উদ্বোধন এবং বঙ্গবন্ধুর অনবদ্য ভাষ্কর্য উম্মোচন করা হয়। প্রাতিষ্ঠানিক পর্যায়ে উদ্ভাবনী চিন্তার ফসল এই “বঙ্গবন্ধু কর্ণার” প্রতিষ্ঠার মাধ্যমে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক পথিকৃতের ভূমিকা পালন করায় বক্তারা এই প্রয়াসকে অভিনন্দন জানান।