Sun. Sep 21st, 2025
Advertisements

55খোলা বাজার২৪, মঙ্গলবার, ২৩ আগস্ট ২০১৬: ২০হলের দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টানা আন্দোলনে এক প্রকার স্থবির হয়ে পড়েছে পুরান ঢাকার ব্যবসায়িক ও যোগাযোগ পরিস্থিতি।

২৩ দিন ধরে শিক্ষার্থীদের আন্দোলনের কারণে সকাল থেকে দুপুর পর্যন্ত বন্ধ থাকে সদরঘাট-গুলিস্তান সড়কটি। এ ছাড়া যেকোনো অনাকাক্সিক্ষত পরিস্থিতি এড়াতে ক্যাম্পাসের আশপাশের দোকান বা মার্কেটগুলো বন্ধ রাখা হয়। ফলে দিনের একটা বড় অংশ কার্যত অচল থাকে পুরান ঢাকার ব্যবসায়িক কার্যক্রম।
ইংলিশ রোডের লোহার যন্ত্র ব্যবসায়ী আবদুর রহিম জানান, তাঁরা সবসময় আতঙ্কের মধ্যে আছেন। কখন কী ঘটনা ঘটে সেজন্য সকাল থেকে দুপুর পর্যন্ত দোকানপাট বন্ধ রাখতে হচ্ছে। আন্দোলনকারীরা সড়ক থেকে সরে যাওয়ার পর কেবল বিকেল থেকে রাত পর্যন্ত দোকান খোলা রাখতে পারছেন। এর ফলে স্থানীয় ব্যবসায়ীদের ভীষণ আর্থিক ক্ষতি হচ্ছে বলেও জানান তিনি।
এ বিষয়ে জানতে চাইলে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বলেন, সব সময়ই শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলন করার জন্য আহ্বান জানানো হয়েছে। তারপরও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে স্থানীয় ব্যবসায়ীরা আন্দোলন চলাকালে দোকান বন্ধ রাখছে। তবে যেকোনো পরিস্থিতি মোকাবিলার জন্য পুলিশ প্রশাসন সব সময় প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।
রাজধানীর নাজিমুদ্দিন রোডে অবস্থিত পুরাতন কেন্দ্রীয় কারাগার এলাকায় জাতীয় চার নেতার নামে চারটি হল নির্মাণের দাবিতে গত ১ আগস্ট থেকে আন্দোলন শুরু করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। এরপর থেকে প্রতিদিনই পুরান ঢাকার সড়ক অবরোধ করে নিজেদের দাবির পক্ষে বিক্ষোভ করতে থাকে তারা।