Tue. Sep 16th, 2025
Advertisements

খোলা বাজার২৪, বুধবার, ২৪ আগস্ট ২০১৬: সুনামগঞ্জ : সুরভিত মা সুরভিত ফুল এই প্রতিপাদ্য নিয়ে সুনামগঞ্জে মা সমাবেশ ও ২য় সাময়িক পরীক্ষা ২০১৬ এর ফলাফল প্রকাশ করা হয়েছে।
বুধবার সকাল ১১টায় শহরের মল্লিকপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে প্রতিষ্ঠানটির হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটির ম্যানেজিং কমিটির সভাপতি মাখন লাল শর্মার সভাপতিত্বে প্রতিষ্ঠানটির সহকারী শিক্ষিকা সম্পা তালুকদারের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মোঃ লুৎফুর রহমান।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইন্সট্রাক্টর(ইউ আর সি) সৈয়দ আহমদ শাহলান,সদর উপজেলা সহাকারী প্রাথমিক শিক্ষা অফিসার এনামুল হক মোল্লা,মল্লিকপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু কানন বন্ধু রায়,মোঃ সোলেমান মিয়া, সভাপতি শিব্বির আহমদ,সদস্য ফরিদ আহমদ,প্রতিষ্ঠানটির সহকারী শিক্ষিকা ফেরদৌস আরা ইসলাম,সুতপা ভট্রাচার্য্য,মাজেদা আক্তার শিরিন,দত্তা চক্রবর্তী,নাজমা বেগম,আল্পনা পুরকায়স্থ,সোমা দাস,অভিভাবক শিউলী বিশ্বাস,আজিজুন নেছা আছমিলা বেগম ও সঞ্চিতা রানী সরকার প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্য অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মোঃ লুৎফুর রহমান বলেন অস্বচ্ছলতা শিক্ষার ক্ষেত্রে বড় অন্তরায় হলেও বর্তমান সরকার প্রতিটি শিক্ষাস্তওে উপবৃত্তি থেকে শুরু কওে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিয়ে আসছে। তাই প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদেও শতভাগ উপস্থিতির পাশাপাশি শতভাগ শিক্ষার মান নিশ্চিত করতে শিক্ষক শিক্ষিকার পাশাপাশি আমাদেও মায়েদেও তদারকি বাড়ানো প্রয়োজন। তিনি বলেন শিক্ষার মূল বিষয়বস্তু হলো নৈতিকতা,আত্মমনোবল বাড়ানোর মাধ্যমে পাঠদানে অধিক গুরুত্ব দেয়ার পরামর্শ দেন পাশাপাশি শিক্ষার্থীদেরপরিস্কার পরিচ্ছন্ন রাখতে শিক্ষক ও অভিভাবকদের ইচ্ছাশক্তি বাড়ানো দরকার। সমাবেশ শেষে প্রতিষ্ঠানটির প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীর ৪ শতাধিক শিক্ষার্থীদের ২য় সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়।