Sun. Sep 21st, 2025
Advertisements

খোলা বাজার২৪, বুধবার, ২৪ আগস্ট ২০১৬: : গত সোমবার রাতে সিলেট নগরীর আম্বরখানায় বিনা উস্কানিতে ছাত্রলীগের নেতাকর্মীদের উপর পুলিশী হামলার প্রতিবাদে সিলেট মহানগর ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার দুপুরে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারের মহানগর ছাত্রলীগের নেতা কর্মীরা সমবেত হয়ে প্রতিবাদ সমাবেশ পরর্বীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। সিলেট মহানগর ছাতলীগের সভাপতি আব্দুল বাছিত রুম্মানেরসভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল আলীম তুষারের পরিচালনায় সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশ ছাত্রলীগের অতিথ গৌরব উজ্জ্বল ইতিহাস রয়েছে। জাতির জনকের স্বপ্ন পূরণে বাংলাদেশ ছাত্রলীগ কাজ করে যাচ্ছে। সেই স্বপ্নকে বাদাগ্রস্থ করতে একটি ষড়যন্ত্রকারী মহল লিপ্ত রয়েছে। পুলিশের সাথে বিনা উস্কানিতে ছাত্রলীগেরসাবেক সহ-সম্পাদক মাসুদ কামাল সুফিসহ ছাত্রলীগের নেতাকর্মীদের উপর হামলা ও গ্রেফতার করা হয়। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে আটককৃত ছাত্রলীগ নেতা কর্মীদের নিঃশর্ত মুক্তির দাবী জানাচ্ছি। বক্তব্যে রাখেন, কেন্দ্রীয় ছাত্রলীগের উপ-সম্পাদক ময়নুল ইসলাম ফয়সল, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক শহীদ চৌধুরী, কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য ইমাদুল হক জাহিদ, মহানগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সজল দাস অনিক, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আল-মামুন কাওসার প্রমূখ।