Thu. Sep 18th, 2025
Advertisements

50খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ২৫ আগস্ট ২০১৬: ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন ‘জন্মাষ্টমী’ পালন উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আয়োজিত বঙ্গভবনে এক সংবর্ধনার অনুষ্ঠানে দেশের অগ্রগতি ও সমৃদ্ধি অর্জনের জন্য বিদ্যমান ভ্রাতৃত্ব ও বন্ধুত্বের বন্ধন আরও দৃঢ় করতে সকল ধর্মের লোকদের প্রতি আহ্বান জানিয়েছেন ।

বৃহস্পতিবার এ সংবর্ধনায় হিন্দু সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ আহ্বান জানান।
এ সময় রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। একতা ও ধর্মনিরপেক্ষতার প্রতি দেশের মানুষের দৃঢ় আস্থা রয়েছে। তিনি বলেন, দেশের অগ্রগতি ও সমৃদ্ধি অর্জনের জন্যে বিদ্যমান ভ্রাতৃত্ব ও বন্ধুত্ব সম্পর্কের মিলিত প্রচেষ্টা রয়েছে।
শ্রীকৃষ্ণের প্রধান আদর্শ ছিল সমাজে মানুষের মধ্যে সংঘাত অবসানে সত্যিকার ভালোবাসা ও সম্প্রীতি গড়ে তোলা উল্লেখ করে আবদুল হামিদ বলেন, শ্রীকৃষ্ণ জীবনব্যাপী মানবতার বন্ধন মুক্তির পথ খুঁজেছেন।
প্রধান বিচারপতি এসকে সিনহা, ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সতীশ চন্দ্র রায়, সিপিডির বিশিষ্ট ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য, গায়ক সুবীর নন্দী, বিশিষ্ট চিকিৎসক সামন্ত লাল সেন, অরূপ রতন চৌধুরী প্রমুখ এ সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।