Mon. Sep 22nd, 2025
Advertisements

arrested-policeখোলা বাজার২৪, শুক্রবার, ২৬ আগস্ট ২০১৬: কুলাউড়ায় এক স্কুল ছাত্রীকে ধর্ষণ করার অভিযোগে পুলিশ মাছুম (২৪) নামে এক ধর্ষকসহ দু’জনকে আটক করেছে। জানা যায়,উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের সুজাপুর নিবাসী ৭ম শ্রেনীর এক স্কুল ছাত্রী মঙ্গলবার সকালে স্কুলে যাওয়ার পথে পথিমধ্যে প্রলোভন দিয়ে টিলাগাও ইউনিয়নের আমানীপুর নিবাসী বটল মিয়ার পুত্র বখাটে মাছুম আহমদ তাকে এক সিএনজি গাড়ীযোগে মুরইছড়া চা-বাগানে নিয়ে ধর্ষন করে। পরে ধর্ষিতার পরিবারের লোকজন খবর পেয়ে তাকে উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত ডাক্তার তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরন করেন।
এ ঘটনায় ছাত্রীর মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে কুলাউড়া থানার এসআই নুর হোসেন পৃথিমপাশা এলাকায় অভিযান চালিয়ে পলাতক সিএনজি চালক পৃথিমপাশা ইউনিয়নের রাজনগর নিবাসী ইদ্রিছ আলীর পুত্র জহির আলীকে রাতেই আটক করেন ও পরদিন বৃহস্পতিবার সকালে টিলাগাও ইউনিয়নে পৃথক অভিযান চালিয়ে ধর্ষক মাছুমকে গ্রেফতার করা হয়। পরে আটক মাছুমসহ দু’জনকে ২৫ আগস্ট বৃহস্পতিবার মৌলভীবাজার কোর্টে সোপর্দ করা হয়েছে বলে থানাসুত্রে জানা গেছে।