Tue. Sep 16th, 2025
Advertisements

48খোলা বাজার২৪, শুক্রবার, ২৬ আগস্ট ২০১৬: বুরকিনির ওপর নিষেধাজ্ঞা বাতিল করে দিয়েছে ফ্রান্সের সর্বোচ্চ প্রশাসনিক আদালত। এই নিষেধাজ্ঞাকে ‘পরিষ্কারভাবে বে আইনি’ বলে রায়ে উল্লেখ করা হয়েছে। মুসলমান রক্ষণশীল নারীদের সমুদ্র স্নানের জন্য সারা শরীর ঢাকা এক প্রকার সুইম স্যুট বুরকিনি নামে পরিচিতি পেয়েছে।

ফ্রান্সের হিউম্যান রাইটস লিগ ও ইসলামোফোবিয়া নিয়ে কাজ করা একটি সংগঠনের আবেদনের প্রেক্ষিতে বুরকিনির ওপর নিষেধাজ্ঞা প্রাথমিকভাবে বাতিল করেছে আদালত। পরবর্তীতে এই বিষয়ের বিস্তারিত রায় প্রদান করা হবে।
নিসের সৈকতে কয়েকজন সশস্ত্র পুলিশ এক নারীকে বুরকিনি খুলতে বাধ্য করার ছবি অনলাইনে ছড়িয়ে পড়ার পর বিশ্বজুড়ে এ নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়। গত সপ্তাহের এই ঘটনার পর বুরকিনি বিতর্কে আদালতের রায়ের দিকে তাকিয়ে ছিলেন অনেকেই।