Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

191751Nahid_kalerkantho_pic_(4)

খোলা বাজার২৪, বুধবার,৩১ আগস্ট ২০১৬: শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের ডিজিটাল হাজিরা ব্যবস্থা শুরু হয়েছে।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আজ শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে তার নিজস্ব স্মার্ট কার্ড পাঞ্চ করে এ ডিজিটাল হাজিরা উদ্বোধন করেন।
ডিজিটাল হাজিরা চালুর ফলে কর্মকর্তা-কর্মচারীদের অফিসে আসা এবং অফিস ত্যাগের সময় মনিটরিংয়ের পাশাপাশি এ সংক্রান্ত তথ্য দীর্ঘদিন সংরক্ষণ করা সম্ভব হবে।
অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী মন্ত্রণালয়ের ই-ফাইলিংও উদ্বোধন করেন।
শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের অফিস ব্যবস্থাপনায় তথ্য প্রযুক্তির প্রয়োগ মন্ত্রণালয়ের কাজের স্বচ্ছতা ও গতিবৃদ্ধি করতে ভূমিকা রাখবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ গড়ার যে ঘোষণা দিয়েছিলেন তা আজ বাস্তবে দৃশ্যমান।
অনুষ্ঠানে মন্ত্রীশিক্ষা মন্ত্রণালয় এবং এর অধীন অধিদপ্তর-সংস্থাসমূহে ওয়েবসাইট জাতীয় পোর্টাল ফ্রেমওয়ার্কে অন্তর্ভূক্তকরণেরও উদ্বোধন করেন।
শিক্ষা সচিব মো. সোহরাব হোসাইন এবং মন্ত্রণালয় ও এর অধীন সংস্থাসমূহের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।